Saturday

সেই যে তুমি

সেই যে তুমি
সেই যে বিকেল সাজিয়া ছিলে তুমি
আমার জন্যে কত যত্ন করে সেজে ছিলে তুমি
সেই যে আমি অপরাধী বিষম বেদনাই লজ্জিত আমি
কথা দিয়েও রাখতে পারিনি আমি

আমি যে খুব নিষ্ঠুর এ কথা ভেবোনা তুমি
আমি যে খুব ব্যাস্ত সেটাও কিন্তু ঠিক নই একবারেই
আমি যে কত টা দামী সেটা শুধু তুমি জানো
তাই তো রাগ টা শুধু তুমি ই করো

কথা ছিলো ঠিকই কিন্তু আসা যে আর হলো না
তোমার দু চোখ ভরে দেখা যে আর হলো না
ওই যে নীল কালো মেঘের তোলাই তোমার হাত দুটো আর ধরা হলো কই
ওই সেই তোমার ঠোঁটের এক কোণে লুকিয়ে থাকা হাসি আর দেখা আমার হলো কই

কই সে সব আবদার,সে তো ছিল শুধু তোমার
সেই সব অপরাধ মাথা পেতে নিতে আমি প্রস্তুত
শুধু একবার আমার মুখের দিকে চেয়ে বলো
তুমি ক্ষমা করেছো আমায়।

Skip.                                          Next

Related Posts:

  • रास्ते हालात तो जैसे थे वैसे ही है बस अगर कुछ बदला है तो यह है कि पहले ह… Read More
  • बहना बेटी है तो खुशहाली है बेटी है तो सारा जहां है अपनी मां की राजदुला… Read More
  • हंसने का बहाना हंसना तो सिर्फ एक बहाना है दर्द छुपाने का एक आसान सा जरिया है खुश… Read More
  • Mirror If mirrors could talk Then it will be very much magical If it bec… Read More

0 comments: