Friday

বন্ধু মানে

বন্ধু মানে

বন্ধু মানে অনেকটা কথা
অনেকটা আবার আড্ডা মারা

বন্ধু মানে কেয়ার করা
অনেকটা আবার ঝগড়া করা

বন্ধু মানে অনেকটা গল্প
অনেকটা আবার সাথে চলা

বন্ধু তুমি খুবই প্রিয়
অনেকটা আমার নিজের মতন

বন্ধু মানে না বলা কথা জেনে যাওয়া
অনেকটা আবার লুকোচুরি খেলা

বন্ধু মানে তুমি আমি
অনেকটা পথ সাথে চলা
Skip .                                                 Next

0 comments: