Sunday

মন খারাপ এর বেলাই

মন খারাপ এর বেলাই

মনটা আমার খারাপ ছিল ঠিকই
কিন্তু এই যা একটা নতুন অজুহাত জেগেছে
দাবি হচ্ছে একটাই যে
যখন তোর পাশে কেউ নেই আমি তো আছি

তখন এত দুঃখ কেন তোর
জানি তোর হাসিটা খুব মিষ্টি
তাহলে এটা লুকিয়ে রাখিস কেন
নিজেকে দেখে নিজেকেই ভালবাসতে শিখিস না কেন

এত কান্নার জল বয়ে আসছে যে
আবার বন্যা হয়ে গেছে মনের ভেতর
বন্যা তো ঠিক হয়ে যাবে কিন্তু
তোর মন খারাপ টা যে আর ঠিক হচ্ছেই না

করব কি এটাই বুঝতে পারছি না
মনটা যখন এতই ক্লান্ত
তখন নালিশ আর কি করব
তখন হাসি মুখটাই বেশ ভাল
Skip .                                                 Next

0 comments: