একটাই কথা বলব প্রথমে যে
কবিতার নিয়ে কবিতা লিখবো ভাবি নি কোনদিন
আজ লিখতে বসে ভাবছি যখন
প্রথম দেখা হয়েছিল
তখন কেমন ছিলাম আর এখন কেমন আছে
বেশি কিছু যে পাল্টায়নি আজ ও
আজও সেই একই রয়ে গেছে আমাদের বন্ধুত্ব
আজও তুই আমার সব থেকে কাছের বন্ধু
আর আমার একদম মিষ্টি বুনু
ভাবি নি কোনোদিন যে এমন একজন বন্ধুকে পাব যে আমাকে বন্ধু তোর উপর বিশ্বাসটা আবার করিয়ে দেবে
কত কথা কত আড্ডা শেয়ার ভুলবার কথা নয়
আমার জানেমান সুইটহার্ট ডার্লিং আর কত কি দিয়ে য ডাকতাম তোকে…..
ভাবলে আজও হাসি পায়
কিন্তু আমি যে তোর মতন একটা বন্ধু পেয়েছি সেটা এখনও ভাবতে পারি না
তাই কবিতাটা শেষ করলাম
কেননা তোর জন্য কবিতা কথা ফুরাবে না
কিন্তু পেনের কালি শেষ হয়ে যাবে
0 comments: