Sunday

কথাই আছো তুমি


কোথায় আছো তুমি

বৃষ্টি ভেজা আকাশ তোলে
নিবিড় হাওয়ার মাঝে
লুকিয়ে ছিলে তুমি কোথায়
আকাশ পানের মাঝে

খোজা হলো অলি গলি
অনেক গলি খুঁজেও তোমায়
পেলাম না যে আমি
কি করে তোমাকে বলি।

হয়ত কোথাও লুকিয়ে ছিলে
অন্য মুখোশ পরে তুমি
তাই তো আমি হারিয়ে গেলাম
অনেক লোকের মাঝে।
Skip.                                                Next

0 comments: