সেটা ঠিক আমিও জানি
কথাটা হল তুই খুব দামি
সেটা তুইও জানিস না ঠিকই
তোর মুল্য যে না জানে
তাকে অজানাই থাকতে দে
কেননা হিরে শুধু একজনেরই হয়
কয়লা তো সবাই ব্যবহার করে
অনেক লোক এল গেল আমির জীবনে
কেউ যে আর থাকতে পারলোনা আমার সাথে
জানি না এর মানেটা কি
কিন্তু আমি তো এত দামি নই যে
হিরে পাওয়ার স্বপ্নও দেখতে পারি আমি
কিন্তু কোনোদিন মুখ ফুটে চাইতেও পারবোনা
সেটা ঠিকই জানি আমি
পাওয়া না পাওয়া এই সব পরের কথা
তোর সাথে সময় কাটাতে পারি এটাই আমার অনেক দামি।
Skip. Next
0 comments: