Thursday

আমার মেজাজ

আমার মেজাজ

মেজাজটা আমার এতই বাজে
যে আমার কথাই শোনে না
শোনে শুধু সবার কথা
আমার কথাই মানে না

মনটা আমার এত বাজে কেন
দুষ্টুমি এর ধার ধারে না
সবার সাথে হাসতে গিয়ে
নিজের হাসি আসে না

লোকগুলো যখন নিজের নয়
কান্না কেন এসে যায়
মনটা শুধু আমার ভাঙে
অন্যরা তো বোঝেও না

কয়েকজন আছে মানুষ
মনে যাদের ঠাঁই নেই
তাদের কথাই ভেবে শুধু
হাসি আমার আসে পাশে
Skip.                                                  Next

0 comments: