চোখটা খুলতে জানো
নীল আকাশ ধরা দেয় আমায়
আমি ডাকলাম ওরে আকাশ
তুই আসিস না কেন ঘুমের অন্ধকারে
মুচকি হেসে রোদটা বললো
এলে যে তোমার ঘুম ভেঙে যাবে
ওই শান্ত বাতাস তোমার ভীষন প্রিয়
সেকি আমি বুঝিনা ভাবো
আমিও বললাম তুই যদি এতই জানিস
তাহলে ওই ফুলের গন্ধ
ওই কাশ ফুলের হাওয়া
কেন আসেনি আমার অন্তরে
মেঘটা এবার রাগের মেজাজে
বলল আমায় আদেশ দিয়ে
ঘুমটা যেন তোমার ভীষন দামি
0 comments: