Saturday

Good morning

Good morning

চোখটা খুলতে জানো
নীল আকাশ ধরা দেয় আমায়
আমি ডাকলাম ওরে আকাশ 
তুই আসিস না কেন ঘুমের অন্ধকারে

মুচকি হেসে রোদটা বললো
এলে যে তোমার ঘুম ভেঙে যাবে
ওই শান্ত বাতাস তোমার ভীষন প্রিয়
সেকি আমি বুঝিনা ভাবো

আমিও বললাম তুই যদি এতই জানিস
তাহলে ওই ফুলের গন্ধ 
ওই কাশ ফুলের হাওয়া
কেন আসেনি আমার অন্তরে

মেঘটা এবার রাগের মেজাজে 
বলল আমায় আদেশ দিয়ে 
ঘুমটা যেন তোমার ভীষন দামি
সকালটা হোক তোমার তেমনই রঙিন
Skip.                                                Next

0 comments: