Sunday

আমার চিন্তামণি

আমার চিন্তা মনি

তোর কথাটা কিন্তু একটু আজব
আমারি বোঝা কঠিন হয়ে যায় কখনো।
জানিনা তোকে মনে করে হাসবো নাকি কাঁদতে বসবো
কেননা কাউকে মনে করা মানে
ওর পছন্দ কে কাছে না পাবা
ওর ভালো লাগে এমন জিনিস দেখে হেসে ফেলা
কিন্তু আমি তো কিছুই জানিনা তোর বেপারে
কিন্তু ভালোবাসা টা এতটাই যে
তোকে হারানোর স্বপ্ন দেখলে ও ঘুম পায় না
কেউ কি কাউকে এতটা ভালবসতে পারে তা জানা নেই আমার
তোর নামটা শুনলে যেন গাল গুলো ফুলে আলুর দম হয়ে যায়
তোর সাথে কাটাতে চাই অনেকটা সময়
তোর সাথে করতে চাই অনেক অনেক গল্প
তোকে পেতে চাই নিজের কাছে
তোকে পেয়ে নিজেকে হারাতে চাই না
কেননা আমি ভিশন স্বার্থপর
নিজের মানুষ টাকে নিজের করে রাখতে চাই

0 comments: