হারাতে হারাতে আজ
অনেকটা পথ হেঁটে এলাম
কতজন কে হারিয়েছি
সেটার কোনো হিসাব নেই
আর চাইনা তোকে হারাতে
কারনটা ঠিক আমারও জানা নেই
তোকে হারানোর স্বপ্নের থেকে
ভয়ংকর স্বপ্ন নেই আমার কাছে
সবাইকে ছেড়ে এলেও
তোকে ছাড়তে পারবোনা
এত শক্ত নই আমি
জানিস সেটা তুইও
কত কথা কত আবদার
সব এই বুকের মাঝে
রেখে দিয়েছি যত্ন সহকারে
তোর আসার অপেক্ষায়
0 comments: