Sunday

অধিকার

অধিকার

থাকতে বললেই যে থাকতে হবে
সেটা কোনো কথা নয়
তেমনই যেমন চলে যেতে বললেই যেঈ
চলে যেতে হবে তার কোনো মানে নেই

তুমি যে খুব দামি
সেটা তুমি কবে বুঝবে কে জানে
হ্যাঁ জানি তুমি খুব  বোঝো
তাও সব জেনে না জানার অভিনয় কেন

হ্যাঁ যদি কষ্ট দিয়ে খুশি হওয়া যায়
তাহলে আমিও খুশি হতে পারতাম
কিন্তু কষ্টটা তখনই হয়
যখন তুমি নিজের কষ্টটা আগলে রাখো

আর আমাকে মাথা ঠান্ডা করতে বলো
তখন মাথাটা নয় কিন্তু
মনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়
তুমি বোঝোনা কেন

0 comments: