থাকতে বললেই যে থাকতে হবে
সেটা কোনো কথা নয়
তেমনই যেমন চলে যেতে বললেই যেঈ
চলে যেতে হবে তার কোনো মানে নেই
তুমি যে খুব দামি
সেটা তুমি কবে বুঝবে কে জানে
হ্যাঁ জানি তুমি খুব বোঝো
তাও সব জেনে না জানার অভিনয় কেন
হ্যাঁ যদি কষ্ট দিয়ে খুশি হওয়া যায়
তাহলে আমিও খুশি হতে পারতাম
কিন্তু কষ্টটা তখনই হয়
যখন তুমি নিজের কষ্টটা আগলে রাখো
আর আমাকে মাথা ঠান্ডা করতে বলো
তখন মাথাটা নয় কিন্তু
মনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়
তুমি বোঝোনা কেন
0 comments: