শুনলাম যে বসন্ত এসেছে
বসন্ত এসেছে আমার উঠানে
তড়িঘড়ি দরজা খুললাম
কিন্ত বসন্ত এল না আমার ঘরে
শীতের হাওয়ায় প্রান বলে যাই যাই
আর পারিনা থাকতে
এবার চলো ফিরে আসি
এবার চলো মরে যাই
প্রানটা এত সস্তা নই
সে যে খুব দামী
দামটা একটু কম হলেও
তোর কাছে যে বড্ড বেশি
তাই বসন্তের অপেক্ষায়
বসে আছি জানালায়
মুখ চেয়ে পড়ে আছি
তোর অপেক্ষায়
0 comments: