Sunday

বসন্ত এসেছে

বসন্ত এসেছে

শুনলাম যে বসন্ত এসেছে
বসন্ত এসেছে আমার উঠানে
তড়িঘড়ি দরজা খুললাম
কিন্ত বসন্ত এল না আমার ঘরে

শীতের হাওয়ায় প্রান বলে যাই যাই
আর পারিনা থাকতে
এবার চলো ফিরে আসি
এবার চলো মরে যাই

প্রানটা এত সস্তা নই
সে যে খুব দামী
দামটা একটু কম  হলেও
তোর কাছে যে বড্ড বেশি

তাই বসন্তের অপেক্ষায়
বসে আছি জানালায়
মুখ চেয়ে পড়ে আছি
তোর অপেক্ষায়

0 comments: