আজ থেকে শুরু হল
নতুন পথে হাঁটা
পিছনে ফেলে সব কিছু
নতুন করে চলা
জানি সবাই পাশে আছে
তবু কষ্ট হচ্ছে খুব
তোমাকে পেলে ভালো হতো
না পাওয়া টা কষ্টের নয়
এত অপেক্ষা করেও
পারলাম না থাকতে তোমার পাশে
জানি কোথাও দুরের তারা হয়ে
থাকবে তুমি আমার পাশে
মেঘটা যেন সামলে যায়
তোমার আদেশ মেনে
তবে নিলাম তোমার বিদায়
হাঁটলাম এক নতুন পথে
0 comments: