মন কিনারায় বসে দুটি পাখি
করত যে ভীষণ ডাকাডাকি
কি বলতো দুজনা
সেটা তো রয়েছে এখনো বাকি
তেমনি একটা মানুষ পেয়েছিলাম আমিও
কিন্তু সে কোথায় এখনো
পারিনা দেখতে ওই অন্ধকারের মাঝে
ধরা দিয়েও যে আসে না কাছে
সে যে কোন অচিনপুরের দেশে
রাখতে চেয়েছিলাম আমারই কাছে
কিন্তু কাছে আর সে থাকলো না যে আমার
চলে গেল সে আমায় ছেড়ে
কোন সে জগত চিনি না যে আমি
তোমাকে আর ফিরে পায় না যে আমি
সেদিন ব্যস্ত ছিলাম ঠিকই
কিন্তু তোমার কথা ভাবি নি
এমনি কোন এক মুহূর্ত ও আসেনি
আমি দরজায় দীপ জেলে ছিলাম
সেগুলোর বাতি আজ ফুরিয়ে গেছে
জানো????
সে যে রাজা, ঘুম ভাঙার ঠিক কিছুটা আগে
চলে গেল আমায় ছেড়ে কোথাও
কোন সে এমন প্রিয়সি আছে
যে আমার থেকেও প্রিয়
রাগ আছে অভিমান আছে মন জুড়ে শুধু
অনেক বেদনার ই আঘাত আছে
এখনো ভাবি তুমি কি পারতে না
একবার আমায় মুখ ফুটে বলতে
যে আমি চলে গেছি ওই অন্ধকারের দেশে
Skip. Next
0 comments: