ভাসিয়ে আকাশ ছুটিয়ে দোলায়
বৃষ্টির জলে মনটা হল বদ্ধ উন্মাদ
ডাকছে তোমায় নিজের গলায়
শ্রাবণী হাওয়ায় মেতেছে বাতাস
সেজেছে ওদিকে পুষ্প দোলায়
বয়েছে পানি নীরব বেগে
উদ্বেলিত মন হয়েছে আমার
এই যে ভুবন তোমার ও আমার
লিখেছে ঠিকানা তোমারই বাসার
গেয়েছে গান নবীন সুরে
পেয়েছি আপনাকে মনের দুয়ারে
Skip. Next
0 comments: