Thursday

বাজে রাজা

বাজে রাজা

রাত জাগা পোকা হয়ে
জেগে আছি রাতে
ঘুম পারানি মাসি পিসি
আর আসেনা যে কানের পাশে

ওই যে ঘন আকাশ তলে
নিবিড় হাওয়ার মাঝে
কোথাও যেন হারিয়ে গেছে
অন্ধকারের মাঝে

কোন সে ভুবন অচিনপুরে
বাজে রাজা থাকে সেখানে
সেখানে আছে আমার হাসি
বন্দি আছে কারাগারে
Skip .                                                 Next

0 comments: