মনে পড়ে যায় সে প্রথম দিনের কথা
ম্যাম ঢুকলেন রোল কল নিতে আর বললেন তোরা কেন এলি এখানে এক এক করে সব বল আমাকে
ভয় ছিল না কিন্তু নার্ভাসনেস টা একটু ছিল বোধ হয়
আজও মনে আছে ওই eukaryotic আর prokaryotic এর পার্থক্য লেখা
কিন্তু হ্যাঁ ম্যাম এর অ্যাসাইনমেন্ট গুলো সব ফাইল বন্দি হয়ে থেকে গেল
কিন্তু সে ভয় কাজ করাটা হয়ে যেত আর কি
এবার আসি স্যারদের কথায়
এক এক করে সব আর এর কথা বলছি
কেউ রাগ করবেনা কিন্তু
প্রথমে দেখা হয়েছিল শুভদীপ স্যারের সাথে
শারে সব সময় একই কথা মেঘনা ভালো আছো তো??
আর আমারও একই রিপ্লাই হ্যাঁ ভালোই আছি আর আপনি....
দিশার একদিন জিজ্ঞেস করলেন কলেজের এক্সপেক্টেশন গুলোকে পূরণ হলো??
আর কি বলতাম... বললাম যে স্যার এটা তো পুরো স্কুলের মতন
কিন্তু যাই হক স্যার কিন্তু পার্টি গুলো খুব ভালোই দিয়ে দেয়
টাইম টেবিল এ লেখা ছিল adg
পুরো পাঁচ দিন অপেক্ষা করে স্যারের দেখা
স্যারের ক্লাস এন্ট্রি টা আজও মনে আছে
স্যারের ও একই কোশ্চেন ছিল ম্যাম এর মতন
মিল্টা কি করে খুঁজতে খুঁজতে পেলাম স্যার ও যে ম্যাম এর স্টুডেন্ট তাই আর কি
কিন্তু যাই হোক প্রথমে যে আপনি
virology এর ক্লাসটা নিয়েছিলেন সেটা কিন্তু সেরা ছিল
কিন্তু স্যারের পাংটুয়ালিটি টা মানতেই হবে
ভালোভাবে সিলেবাস তা কিন্তু আপনারই কমপ্লিট হয়
আর স্যার সকালে এসে গুড মর্নিং স্যার বলাটা খুব মিস করবো
এবার আসি Kirat sir এর কোথায়
স্যার কে তো দেখে আমার নেতাজির মতন ভাব লেগেছিল
কোনদিন বলতে পারিনি কিন্তু আজ বলতেই হল
স্যার যে খাবারের সাথে লিংক করে পড়ানোর strategy তা কিন্তু হেব্বি মিষ্টি লাগে
খাবার রসিক হলে যা হয় আর কি
স্যার যেমন করে বুঝাই ব্যাপারটা কি করে যে এত পজেটিভ মনে হয় কে জানে
এই লজিক টা আজও জানা বাকি রয়ে গেল আমার
স্যারের experience শুনে আমার তো ভীষণ ভয় লাগে কি স্যার এত পরিশ্রম করতে পেরেছে আমি কি পারব এর এক পারসেন্ট ও করতে
কি জানি কি হবে... এত ভেবে লাভ নেই... যা হবে সেটার সাথে যুদ্ধ করা হবে আর কি
স্যারের দুগ্গা দুগ্গা কথাটা বলা খুব ভালো লাগে
আমিও ইউজ করে দিই মাঝেমাঝে
এবার আসলাম দেয়ার ব্যাপারে কিছু না বললেই তো উপায় নেই
আসলাম দেখেন তো সব সময় নিজের বরদার মতন ভেবেছে
যখনই lab এ আসি কেউ থাকুক বা না থাকুক আসলাম দা সব সময় available
কত বিরক্ত করেছি তোমাকে
আসলাম দা এটা কোথায় আসলাম দা ওটা কোথায়
আসলাম দা autoclave তার কি হলো চলছে না কেন
শেয়ার কত কি
কিন্তু আর বিরক্ত করবো না চিন্তা নেই
আরো অনেক কিছু বলার আছে কিন্তু কবিতায় এবার ইতি লাগায় না হলে সবাই পাগল হয়ে যাবে যে
0 comments: