Sunday

Juniors

juniors

মিস্টি  হাসি র মিস্টি রেশ
তৌদের সঙ্গে  জমলো বেশ।

ঘুরাঘুরি আর আড্ডা তে,
তিন বছর আজ হোলো শেষ।

সবাই যে আর সব জানেনা,
পণ্ডিত হযে কেউ জণ্মায় না।

তোদের কাছে দাবি আর নেই কিছু আজ,
শূধু হাসি টুকু রাখ তোদের মোনের ভিতোর।

দেখা কখন হবে সে তো আর জানিনা,
কিন্ত হবে আবার সেটা মানি।

ভালোবাসা আর স্মৃতি  তে ভোরে গেছে আজ মন,
বাকিটা সব থাক আমার মোনের ভিতোর।
   

0 comments: