Sunday

আমার ভালোবাসা

আমার ভালোবাসা

আজ সন্ধ্যায় হয়েছিল যে দেখা
দেখেছি তোমারে কত বার
কিন্তু পেলাম আজ এক নতুন তুমি
সে তুমি কেমন বুঝতে পারছিনা আমি

তোমাকে পেয়ে আজ কতবার নিজেকে ফিরে পেলাম
আমি যে কতটা ভালবেসেছি তোমায়
জানিনা তবুও কতটা পেয়েছি তোমায় আমি
নিজের সব কিছু টা দিয়ে সুধু চেয়েচি তোমাই

তুমি এত শান্ত এত পরিষ্কার কী করে??
হয়তো তুমি আমারই কোনো একটা দিক
যেটা খুজে পেয়েছি তোমাকে পেয়েছি বলে আমি
জানিনা তবে কতটা পেয়েছি তোমায় আমি?

তুমি এত শান্ত এত পরিষ্কার কী করে??
হয়তো তুমি আমারই কোনো একটা দিক
সেটা খুজে পেয়েছি,তোমাকে পেয়েছি বলে আমি
কী করে বলি এতকথা, শব্দ যে কম পড়ে যাচ্ছে এখন

তোমার ওই শীতের বাতাসে মুড়ে নাও আমায়
জড়িয়ে নাও নিজেরই কোনো আবেগে
তোমার সাথে কথাটা রোজ হলেও
আজ একটি নীরবতার আলো পেলাম আমি

তোমাকে দেখে ভাবা যাচ্ছে না আর কিছুই
কী করে তুমি এত পুরোনো তাও এত নতুন
কী করে তুমি এত গভীর তাও এত শান্ত
কী করে আমি এত ক্লান্ত হয়েও তোমারি কথা বলি সারাক্ষণ
Skip.                                                 Next

0 comments: