কাঁপিয়ে উঠছে স্বর্গ মর্ত্য পাতাল আর সমস্ত জীব
হাহাকার ছেয়েচে চারিপাশ ঘিরে
মহিষাসুরের ভয়ে কেঁপে উঠেছে সারা জগত
ভাবনা ছিল যার কোন শেষ নেই
সবাই যখন চিন্তিত ভীষণ
ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর সৃজন করেন এক নারী শক্তি কে
শিব দেয় ত্রিশূল বিষ্ণু দিলেন সুদর্শন চক্র
বজ্র দেয় ইন্দ্র, আর ব্রহ্মা দেয় কমন্দুল এবং কমল
বিষ্ণু প্রদান করে শঙ্খ
কুঠার দিয়েছিলেন দেব গুরু বিশ্বকর্মা
বর্ষা দিয়েছিলেন অগ্নি
বায়ু দেব প্রদান করলেন তীর ধনুক
হিমালয় সিংহের ভেট দিয়েছিলেন
এক এক করে দেবী সেজে উঠলেন মহিষাসুরের বধে র জন্য
দেবীর অকাল বোধনের পর
মহিষাসুরের মৃত্যু হল
আবার বিজয় হলো শান্তির
বিজয় ছিল এটা সত্যের
আজও দুস্ত দানবদের সংহার করতে জন্ম হয় এই নারী শক্তির
যার করুনার কোন শেষ নেই
অবহেলিত হলে ক্রোধের কোন সীমা নেই
0 comments: