Saturday

হাওয়ায ভাষা

হাওয়ায ভাষা

অন্ধকারের নরম হাওয়া
ছোয় আবেগ শরৎ লাগা
পরল মনে তোমার কথা
চলে ভেসে যাই জোয়ার ভাটা

উঠে এসেছি পারুল বনে
তোমার জন্য ফুল সাজাতে
পরব গলায় বানিয়ে মালা
গুঁজব মাথায় রজনী গন্ধে

শান্ত বাতাস নরম সকাল
মেঘে ঢাকা সারা আকাশ
বাদল বনে লেগেছে দোলা
সেজেছে আকাশ ছুটিয়ে হাওয়া
মনে পরে যাই সব যে কথা
বুকের মাঝে আগলে রাখা
ছবিটা যেন যত্নে রাখা
মনের গভীর অন্তরালে
Skip .                                                 Next

0 comments: