হাওয়ায ভাষা July 21, 2018 Leave a Reply অন্ধকারের নরম হাওয়া ছোয় আবেগ শরৎ লাগা পরল মনে তোমার কথা চলে ভেসে যাই জোয়ার ভাটা উঠে এসেছি পারুল বনে তোমার জন্য ফুল সাজাতে পরব গলায় বানিয়ে মালা গুঁজব মাথায় রজনী গন্ধে শান্ত বাতাস নরম সকাল মেঘে ঢাকা সারা আকাশ বাদল বনে লেগেছে দোলা সেজেছে আকাশ ছুটিয়ে হাওয়া মনে পরে যাই সব যে কথা বুকের মাঝে আগলে রাখা ছবিটা যেন যত্নে রাখা মনের গভীর অন্তরালে Skip . Next Tweet Share Share Share Share
0 comments: