ইচ্ছা থাকলে যে সব হয় না
নাহোলে আজ আমি তোর কাছে হোতাম
যোদি সব ঠিক হত তাহল কত ভাল হত
কিন্তু সব ঠিক হোলে তো খেলা র মজা টাই যে আসতো না
তোকে কাছে পাবার জন্য নিজেকে তৈরী করার লড়াই চলছে
জানিনা এর পরিনয় কি হবে
কিন্তু যেন সব ঠিক হয়
নাহোলে বেচে থাকায় যে বৈথ
যোদি তোকে না পাই তাহোলে বেচে থেকে তো আর লাভ নেই
আর ভালোবাসা যদি সত্যি হয় তাহোলে অপেক্ষা টা শেস হবে নিশ্চয
0 comments: