ওই চিলেকোঠার জানলাটা আজ ও খুলি না
কেননা চাঁদটাকে দেখা যায় ওটার থেকে
জানিনা তোকে পাবো কিনা??
কিন্তু চান্স থাকে যে খুব দেখতে ইচ্ছা করে
কেন জানিনা চাঁদটাকে দেখলে
তোর কথা ভীষণ মনে পড়ে যায়
তুই তো নেই কাছে
তাহলে চান্স টা কে কাছে পেয়ে কি লাভ?
দূরে আছে দূরে থাকুক
কোনদিন যদি তুই কাছে আসিস
তাহলে ঐদিন পূর্ণিমার আলোতে জানলাটা খুলবো
ওই আলোটা যাতে ভরে যাক তোর মনে
আলোয় আলোকিত হোক পুরো জীবনটা তোর
0 comments: